বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারপাড়ার শেপালী খাতুন করোনা জয় করে বাড়ি ফিরেছেন। করোনা জয় করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বাজারপাড়ার মিনহাজ উদ্দিনের স্ত্রী শেফালী খাতুনের শারীরিক অসুস্থার কারণে গত ১৩ মে নমুনা সংগ্রহ করা হয়। তিন দিন পর রিপোর্ট আসে পজেটিভ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্ববধায়নে শেফালীকে নেয়া হয় হাসপাতাল আইসোলেশনে। সেখানে ১৪ দিন চিকিৎসা শেষে করোনাকে জয় করে গতপরশু বাড়িতে ফেরেন শেফালী। করোনা জয় করে বাড়িতে ফেরায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় করোনা আক্রান্ত পরিবারের জন্য গতকাল বুধবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌছে দেন বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব আসাবুল হক মাসুদ।