সরোজগঞ্জ প্রতিনিধি: সরোজগঞ্জে মাস্ক না পরা ও হোটেলের রান্না খাবারের ওপর ঢাকনা না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। মাস্ক না পরায় আম বিক্রেতা দিপককে ২শ’ টাকা, একই অপরাধে ডাক্তার রাশেদকে ২শ’ টাকা, লাকি সু স্টোরের মালিককে ৫শ’ টাকা ও রান্না করা খাবারের ওপর ঢাকনা না দেয়ায় সুলতানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক রবিউল ইসলাম বাবলুকে ৩ হাজার টাকা ও একই অপরাধে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মিজানুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আদালতকে সহয়োগিতা করেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একদল পুলিশ সদস্য।
পূর্ববর্তী পোস্ট
অসহায় বৃদ্ধাকে পাকা বাড়ি তৈরি করে দিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ