চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত :
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে সারের ব্যবসার সরকারী অনুমোদন, মূল্য তালিকা ও ট্রেড লাইন্সেস না থাকায় হামিদ ট্রেডার্সের মালিক হামিদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যা ৭ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আদালতকে সহয়োগিতা করেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সরোজগঞ্জ ক্যাম্পের এএসআই জামাল উদ্দিন, নাজির সোবাহান।