সরোজগঞ্জ প্রতিনিধি: ৩ তলার চিলে কোটার টিনের চাল খুলে ২০ লাখ ৬০ হাজার টাকা চুরি ঘটনা ঘটেছে। দোকেনের ক্যাসের তালাও ভাঙিনি, দোকানের অন্য মালামালও নাড়েনি, শুধু দোকানের সানসাইডে ওপরে কাপুড়ের ব্যাগে রাখা ২০ লাখ ৬০ হাজার টাকা চুরি হয়েছে।
জানা গেছে, গত শনিবার রাত ৯টার দিকে আশাদুল স্টোরের মালিক আশাদুল হক দোকান বন্ধ করে বাড়ি চলে যান। গতকাল রোববার সকালে দোকান খোলার ২ ঘণ্টা পর দোকানের সানসাইডের উপর থেকে ২০ লাখ ৬০ হাজার টাকা নামাতে গিয়ে টাকা না পেয়ে দোকানের বিভিন্ন দিকে খুজতে থাকে। পওে তিনিসহ দোকানের কর্মচারীরা দেখতে পান ৩ তলার চিলে কোটার টিন খোলা। ৩ তলার চিলে কোটার টিন খুলে দোকানের সানসাইডের উপর রাখা ২০ লাখ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। উপস্থিত লোকজনের ধারণা ক্যাসের তালা ভাঙলো না, দোকানের কোনো মালামাল সরালো না, চোররা কিভাবে চুরি করলো, আর কিভাবে জানলো ওই স্থানে টাকা আছে? অনেকের ধারণা জানাশুনা মানুষই চুরি করে থাকতে পারে। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলিম জানান, ঘটনা শুনে আমি সরজমিনে ঘটনাস্থলে পরিদর্শন করি। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা সরোজগঞ্জে সরকারি আদেশ না মানায় বিভিন্ন দোকানিকে জরিমানা
এছাড়া, আরও পড়ুনঃ