চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বার্ষিক মিলাদ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী। ক-গ্রুপ (তৃতীয়-পঞ্চম), খ-গ্রুপ (ষষ্ঠ-সপ্তম) ও গ-গ্রুপ (অষ্টম-দশম) শ্রেণির দুই শিফটের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তিনটি গ্রুপ থেকে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে ৫ শতাধিক শিক্ষার্থী। এ সময় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক সিনিয়র শিক্ষক আমিরুল ইসলাম। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. দিল আরা চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, স্বপন কুমার মালাকা ও প্রভাতী শাখার সহকারী শিক্ষক আব্দুর রহমান। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী। এ সময় প্রভাতী শাখার ক-গ্রুপ থেকে কেরাতে প্রথম হয়েছে মাহমুদা ফেরদৌস, দ্বিতীয় তায়্যিবা তাবাসসুম মরিয়ম ও তৃতীয় নিশাত তামান্না। পোস্টার ডিজাইনে প্রথম মাহমুদা ফেরদৌস, দ্বিতীয় মারিয়াম মাসুদ ও তৃতীয় তাসফিয়া জাহান। গীতা পাঠে প্রথম জ্যোতি পোদ্দার, দ্বিতীয় কনিকা কর্মকার ও তৃতীয় প্রান্তিকা প্রাচী। হামদ্-নাতে প্রথম জেইনা আলম, দ্বিতীয় সামিহা বিনতে সাদিক ও তৃতীয় নুসরাত জাহান। খ-গ্রুপ কেরাতে প্রথম মাহবুবা ফেরদৌস, দ্বিতীয় তাসফিয়া আক্তার ও তাসনোভা আহমেদ। পোস্টার ডিজাইনে প্রথম হয়েছে মৈত্রী মন্দিরা, দ্বিতীয় ফারিয়া হক প্রত্যাশা ও তৃতীয় রিফাহ নানজীবা। গীতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে অনুরাধা বিশ্বাস, দ্বিতীয় অন্তি সিংহ ও তৃতীয় সোমন্তি পোদ্দার জয়া। রচনা প্রতিযোগিতায় প্রথম মাহবুবা ফেরদৌস, দ্বিতীয় মারজানা রহমান ও তৃতীয় জুবাইদা সুলতানা। হামদ্-নাত-এ প্রথম মাহবুবা ফেরদৌস, দ্বিতীয় জুবাইদা সুলতানা ও তাসনুভা আহমেদ। গ-গ্রুপ কেরাত প্রতিযোগিতায় প্রথম আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় সারিন তাসনিম ও তৃতীয় কারার তায়সিন রাত্রি। হামদ্-নাতে প্রথম স্থানে মিথিলা বিনতে মাসুম দ্বিতীয় তাবাসসুম সুমাইয়া ও তৃতীয় স্থানে জারিন তাসনিম। এছাড়া দিবা শাখার ক-গ্রুপ থেকে কেরাতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রথম উম্মে ফাতেমা, দ্বিতীয় আতিকা রহমান ও তৃতীয় স্থান অধিকার করেছে নাফিসা আনজুম, হামদ্-নাত থেকে প্রথম হয়েছে আনিকা তাসনিম, তাসনিয়া আজাদ বর্ণ ও তৃতীয় হয়েছে শারিকা আনজুম। ‘খ’ গ্রুপ ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণিতে হাম-নাতে অংশ নিয়ে প্রথম হয়েছে হুমাইয়া আলী, দ্বিতীয় তাবাসসুম ও তৃতীয় নুসরাত জাহান। পোস্টার ডিজাইন ‘খ’ গ্রপে অংশ নিয়ে প্রথম হয়েছে আয়েশা হুমাইরা, দ্বিতীয় আরজিতা জাহান ও তৃতীয় হয়েছে আসমাউল হুসনা। কেরাত ‘গ’ গ্রুপে অংশ নিয়ে প্রথম হয়েছে সাজিয়া আফরিন, দ্বিতীয় নিলীমা ইয়াসমিন ও তৃতীয় স্থান অধিকার করেছে মাহফুজা মারিয়া। হামদ্-নাতে প্রথম তাসনিম তাবাসসুম সোয়া, দ্বিতীয় জান্নাতুল মাওয়া, তৃতীয় তওসিন জান্নাত মাওয়া, পোস্টার ডিজাইনে প্রথম ফাহমিদা হক ফাইজা, দ্বিতীয় খন্দকার জারিন তাসনিম ও তৃতীয় মৌলি খাতুন। বিশেষ কৃতিত্বে ক-গ্রুফ থেকে আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় মাসিয়াত রহমান বদি  ও তৃতীয় নাফিসা আনজুমকে বিশেষ ভাবে পুরুস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহজাহান আলী। সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র শিক্ষক জেসমিন আরা খাতুন, মহসিন আলী ও হাসানুজ্জামান হেদায়েত। অনুষ্ঠানটি সঞ্চালনা করে বিদ্যালয়ের দশম শ্রেণির আল সানিয়া বিশ্বাস হিমিকা, জান্নাতুল ফেরদৌস প্রমা ও সানজিদা জামান তাবাসসুম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে প্রভাতী নবম শ্রেণির আয়েশা সিদ্দিকা ও গিতা পাঠ করে দশম শ্রেণির মায়া।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More