স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র আব্দুর রহিম বেসামরিক বিমানে সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে চাকরি লাভ করেও যোগদান করতে না দেয়ায় বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে চাকরি প্রত্যাশী আব্দুর রহিম ও মো. ইব্রাহিম বক্তব্য রাখেন। চাকরি প্রত্যাশী আব্দুর রহিম চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে ২০১৬ সালে অর্থনীতিতে মাস্টার্স পাস করেন। রহিম জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের দাউদ হোসেনের ছেলে। শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহিম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে অনুষ্ঠিত ২০২১ সালে ৩০ অক্টোবর এমসিকিউ পরীক্ষা, ২০২২ সালে ২৭ মে লিখিত পরীক্ষা ও ২০২২ সালে ২৯ মে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ডাকযোগে চাকরিতে যোগদান করার জন্য চিঠি পাঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম। গত ১৮ সেপ্টেম্বর চাকরিতে যোগদান করতে গেলে তার মেডিকেল টেস্ট করানো হয় এবং চোখে কালার ব্লাইন্ড হওয়ায় আব্দুর রহিমকে চাকরিতে যোগদান করতে দেয়া হয়নি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ