স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মিনিস্টার গ্রুপের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর ইউ’ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ ইফতার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২শ’ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম। এসময় তিনি বলেন, রোজাদারদের ইফতার করানো সওয়াবের কাজ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর ইউ’র এ রকম জনকল্যাণমূলক কাজ করার আকাক্সক্ষা সবসময় উজ্জীবিত থাকুক। তারা যেভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে জনকল্যাণমূলক কাজ করছে সেটা ইতিবাচক। এরকম সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকলে এক সময় সমাজ সুন্দর হবে। স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ ফাউন্ডেশনের সভাপতি ফয়সাল বিশ্বাস অন্তরের সভাপতিত্বে অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সালাউদ্দিন খান মাসুম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রত্যয় নাজিম উদ্দীন, সহসভাপতি মো. নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া মল্লিক, শিক্ষা বিষয়ক সম্পাদক জয়তুন নেছা তৃণা, সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, রক্ত সম্পাদক ফরহাদ শেখ, প্রচার সম্পাদক সাকিব আল হাসান, সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, তথ্য সম্পাদক ইমন হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক সানজিদ আলম রাফিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক সাদিক জুয়েল প্রমুখ।