স্টাফ রিপোর্টার: বৈশ্বিক সংকট করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি জীবাণুমুক্তকরণ কক্ষ বা ডিজ-ইনফেকশন টানেল স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফিতা কেটে এ জীবাণুমুক্তকরণ কক্ষের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পরে সেখানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় চুয়াডাঙ্গা সদর থানায় সেবা প্রত্যাশীদের নির্দ্বিধায়, নির্বিঘেœ থানা চত্বরে এসে সেবা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান, সেকেন্ড অফিসার এসআই একরামুল হোসাইন প্রমুখ। পরে থানা মসজিদের ইমামের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ