স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানার ওসি হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মাহাব্বুর রহমান। গতকাল বুধবার তিনি চলতি দায়িত্বে থাকা পরিদর্শক তারক বিশ্বাসের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। মাগুরা শ্রীপুরের সন্তান মাহাব্বুর রহমান এর আগে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার প্রথম অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। দর্শনা থানায় কর্মরত অবস্থায় পাঁচবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন। নবাগত ওসি মাহাব্বুর রহমান কাজল চুয়াডাঙ্গা সদর থানা এলাকার আইনশৃক্সক্ষলা পরিস্থিতির উন্নয়ন ও সকল প্রকার অপরাধমূলক কর্মকা- দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন।