স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা। গতকাল শুক্রবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, নির্বাচন কমিশনার অ্যাড. খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) ও অ্যাড. আসাদুজ্জামান মিল্টনের নিকট বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। এতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিএনপির সভাপতি প্রাথী পদে মো. নজরুল ইসলাম নজু ও ইকরামুল হক, সিনিয়র সহ-সভাপতি পদে প্রফেসর আতিয়ার রহমান ও মো. এমআর মুকুল। সাধারণ সম্পাদক পদে মো. মনিরুজ্জামান লিপটন ও নূর নবী সামদানি। যুগ্ম সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ। সাংগঠনিক সম্পাদক পদে মো. মহাবুল হক ও মো. মোমিনুর রহমান। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি পদে রাফাতুল্লা মহলদার, সাধারণ সম্পাদক পদে মো. মাহামুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক পদে সোহেল আহমেদ মালিক সুজন মনোনয়ন জমা দিয়েছেন। আজ শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের মনোনয়ন প্রাথীদের বৈধ তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৬ জুন আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ২ জুলাই চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।