স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গাস্থ এতিমখানাপাড়া থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার সোহেল আহম্মেদ, শিশু নিলয় ফাউন্ডেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নানসহ সিনিয়র শাখা ব্যবস্থাপক।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার আসমানখালী শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১০টার দিকে সংস্থার সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার এরিয়া ইনচার্জ আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আ.লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন সংস্থার আসমানখালী শাখা ব্যবস্থাপক জালাল উদ্দিন, একাউন্টিং অফিসার হাসানুজ্জামান, ক্রমিক অফিসার আনোয়ার হোসেন, হুমায়ুন কবীর টুলু, মজিবুল হক মুন্সী। এদিকে, হাটবোয়ালিয়া শিশু নিলয় ফাউন্ডেশন শাখার উদ্যোগে বেলা সাড়ে ১০ টার দিকে আলোচনাসভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হাটবোয়ালিয়া শিশু নিলয় শাখার ব্যবস্থাপক আরিফ হোসেন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি সচিব ও হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউপির সাবেক সদস্য আবুল কালাম আজাদ, সংস্থার একাউন্টিং অফিসার আব্দুর রহিম প্রমুখ।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আন্দুলবাড়িয়ায় শিশু নিলয় ফাউ-েশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতারণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে ইউনিট অফিস চত্বরে সংস্থার আয়োজনে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত এলাকার দুস্থ, অসহায় ও হতদরিদ্র সদস্যাদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সহায়তা উপহার সামগ্রী বিতারণ করা হয়। শাখা ব্যবস্থাপক নুরুল ইসলামের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি ছিলেন সংস্থার সহকারী পরিচালক সামাউল হোসেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শিক্ষক শেখ সেকেন্দার আলী, হিসাবরক্ষক সামাউল হক প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ