চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের আয়োজনে স্থানীয় শহীদ দিবস পালিত

 

চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের ৫ আগস্ট স্বাধীনতাযুদ্ধ চলাকালে দামুড়হুদা উপজেলার নাটুদহে ৮জন বীর মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে শহীদ হন। স্বাধীনতা সংগ্রামের পর থেকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে চুয়াডাঙ্গাবাসী। বাংলাদেশ যুব মহিলা লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্বে দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরের আটকবর স্মৃতিসৌধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলার যুব মহিলা লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে আট শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি পূর্নিমা হালদার, শিউলি খাতুন, ইভা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, এলিজা খাতুন, অর্থ বিষয়ক সম্পাদক চম্পা খাতুন, চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন. ৬নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি রিতা খাতুন, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজলী খাতুন, আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনিরা খাতুন, সাংগঠনিক সম্পাদক পপি খাতুন, দামুড়হুদা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাহিদা খাতুন, সাধারণ সম্পাদক আদরী খাতুন, জীবননগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা খাতুনসহ যুব মহিলা লীগের অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় যুব মহিলা লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। একই সময় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় যুব মহিলা লীগের সকল নেতাকর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।-বিজ্ঞপ্তি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More