চুয়াডাঙ্গা-মেরেহপুরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব। রথযাত্রাকে কেন্দ্র করে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। করোনাভাইরাস মহামারির কারনে দুই বছর পর চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় রথযাত্রা মহোৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে শুরু হয় রথযাত্রা। শহর প্রদক্ষিণ শেষে রথযাত্রা শেষ হবে ফেরিঘাট রোডের শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে। আগামি ৮ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। রথযাত্রা উৎসব উপলক্ষে ৮ দিন ব্যাপি থাকবে নানা আনুষ্ঠানিকতা। এর মধ্যে রয়েছে কীর্তন মেলা, ভজন সঙ্গীত অনুষ্ঠান, আলোচনা সভা, ভোগ আরতি, লীলামৃত পাঠ, সন্ধ্যা আরতি ও মহাপ্রসাদ বিতরণ।  আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে আলমডাঙ্গায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা রথী হিসেবে সানন্দে অংশগ্রহণ করেন। তাছাড়া রথযাত্রা উপলক্ষে পুরাতন বাজার সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে মেলা জমে ওঠে। মুখরিত হয়ে ওঠে রথের মেলাস্থল। অন্যান্যের মধ্যে রথযাত্রায় অংশ নেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকা চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, পলাশ আচার্য, বিদ্যুৎ কুমার সাহা, পবন ভৌতিকা, উৎপল দত্ত, বরুণ পান্ডে, রাজকুমার অধিকারী, প্রশান্ত কুমার শিহি, সুব্রত সাহা, গণেশ অধিকারী প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, সনাতনধর্মী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) প্রচার কেন্দ্রের উদ্যোগে শ্রী শ্রী হরিসভা মন্দিরে ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত ৮দিন ব্যাপী উল্টো রথযাত্রার প্রথম দিনে শুক্রবার বর্ণাঢ্য সাজে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রা বের করা হয়। রথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীশ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও পিপি পল্লব ভট্টাচার্যের নেতৃত্বে ইসকন প্রচার কেন্দ্রের রথযাত্রা অন্যদের মধ্যে ইসকনের মেহেরপুর শাখার পরিচালক সুমহান মুকুন্দ ব্রহ্মচারী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতী কুমার বিশ্বাস, ট্রাফিক সার্জেন্ট পবিত্র সরকার সহ হিন্দু সম্প্রদায়ের শতশত ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More