চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের মতবিনিময়সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জেলা ইউনিট কমান্ড চুয়াডাঙ্গার উদ্যোগে গত শুক্রবার স্বাধীনতা হল মিলনায়তনে চুয়াডাঙ্গা সদর পৌরসভার ৯টি ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধার ৮৭জন সন্তানদের উপস্থিতিতে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চুয়াডাঙ্গা ইউনিট কমান্ডের কার্যকরী কমিটির আহ্বায়ক শাহাবুদ্দিন রুবেল। বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান মালিতার সন্তান চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, তারপর চুয়াডাঙ্গা জেলার প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভাপতির স্বাগত বক্তব্যের পর উপস্থিত চুয়াডাঙ্গা পৌরসভাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা আগামী দিনের চুয়াডাঙ্গা জেলার সন্তান কমান্ড কাউন্সিলের শক্তিশালী একটি জেলা কমিটি করবার পাশাপাশি আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরতœ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বিশেষভাবে আহ্বান করেন। উন্মুক্ত আলোচনায় অংশ নেই বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্য থেকে জাসলাম, রোমেল, আক্তার, নুরু মোল্লা, শহিদুল ইসলাম ও সোহেল রানা। উন্মুক্ত আলোচনা শেষে কার্যকরী কমিটির পক্ষে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট ব্যবসায়ী হাসানুল আলম শান্তি, হুমায়ুন কবির, রতন মিয়া, চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা গনিমিয়া ও মিরাজুল ইসলাম ইকবাল, মমিনপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক লিপু জামান ছোট, সাবেক ছাত্রলীগ নেতা ও পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ ও সাবেক চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ। অনুষ্ঠানের সভাপতিসহ সকল কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সকলকে এক এবং একটি কমিটি-একটি প্ল্যাটফর্ম সেøাগানে ঐক্যবদ্ধ থেকে সুবিধা বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারবর্গের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা সমাধানের লক্ষ্যে একাত্মতা ঘোষণা করার জন্য অনুরোধ জানায় এবং নেতৃবৃন্দ কঠোরভাবে হুঁশিয়ারি জানিয়ে বলেন কোন প্রকার জামায়াত ও বিএনপির দোসরদের প্ররোচণায় এবং চিহ্নিত রাজাকারের সন্তানদেরকে নিয়ে চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা ইউনিটের ভিতরে বিভাজনের চেষ্টা করলে, সে যদি একজনও হয় তাকে দাঁতভাঙা জবাব দেয়া হবে, পাশাপাশি আসন্ন ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ভাইয়ের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মাঠে থেকে কাজ করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান। এছাড়াও নেতৃবৃন্দ সংসদ নির্বাচনের পর চুয়াডাঙ্গা জেলার মুক্তিযোদ্ধাদের সংগঠক দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাবেক হুইপ সোলাইমান হক জোয়াদ্দার ছেলুন ভাইকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধাদের সন্তানদের একটি প্লাটফর্মে এনে চুয়াডাঙ্গা বাসীকে একটি যুগোপযোগী কমিটি উপহার দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More