মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ বাজারের অতি পরিচিত মুখ হোমিওপ্যাথি চিকিৎসক আব্দুল রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আব্দুর সাত্তার বিশ্বাসের ছেলে নীলমণিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও হোমিওপ্যাথি চিকিৎসক আব্দুল রশিদ (৫৮) গতকাল শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। তিনি ৭ ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। এছাড়া ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রতন, মিজানুর মেম্বার প্রমুখ।