স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ওকালতনামার মূল্য বর্তমানে কোর্ট ফি বাদে ২৫০ টাকা। সাধারণ সভায় মূল্যবৃদ্ধি করে কোর্ট ফি বাদে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে। এ বিষয়ে গতকাল শুক্রবার দৈনিক মাথাভাঙ্গায় ‘ওকালতনামার দাম কোর্টফিসহ ৪০০ টাকা শীর্ষক’ একটি সংবাদ প্রকাশিত হয়। যা সঠিক নয়। ওই সংবাদের ভিন্নমত প্রকাশ করেছেন বারের সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন।
তিনি আরো বলেছেন, ওকালতনামার দাম বর্তমানে কোর্ট ফি বাদে ২৫০ টাকা রয়েছে এবং আগামী ৬ জুন রোববার থেকে ওকালতনামার দাম কোর্ট ফি বাদে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বারের সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন লিখিতভাবে আরো জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় বারের সদস্যদের কল্যাণে ১১টি নতুন আয়ের উৎস নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো, জারী মোকাদ্দমার ফরমের মূল্য ১০টাকা, নীল পেপারের মূল্য ১০ টাকা, এফিডেফিট বারের স্টিকার ১০ টাকা, সি,আর কেসের আসামির সমন ৫টাকা, অস্থায়ী নিষেধাজ্ঞার ফরম ৫ টাকা, সদাচরণ ফরম ৫টাকা, ১০০ ধারায় ভিকটিমের উদ্ধার সমন ৫ টাকা, শিরোনামার পৃষ্ঠা ফাইলিং ৫টাকা, জারী মোকাদ্দমার সমন ৫ টাকা, সাকসেশন মোকাদ্দমার সমন ৫টাকা এবং গার্জেনশীপ ফরম ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক দুটি অভিযান : গ্রেফতার ৪
এছাড়া, আরও পড়ুনঃ