সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার কমিটির সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তৈয়ব আলী মালিতা ইন্তেকাল করেছেন (ইন্না …….. রাজেউন )। গত শনিবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল রোববার সকাল ১০টার দিকে গ্রাম্য কবরস্থান মাঠে জানাজা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে. ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামের মাঝেরপাড়ার মৃত আহম্মদ আলী মালিতার ছেলে তৈয়ব আলী মালিতা (৫০) বদরগঞ্জ বাজার কমিটির সাবেক সহসভাপতি, বাজারের বিশিষ্ট মৎস ফিড ব্যবসায়ী ও মাছ চাষি। তিনি দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এমতাবস্থায় গত শনিবার রাত ১১টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকাল ১০টায় গ্রাম্য কবরস্থান মাঠে জানাজা শেষে তৈয়ব আলীর দাফনকার্য সম্পন্ন করা হয়।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বিশ্বাস আর নেই : দাফন সম্পন্ন
এছাড়া, আরও পড়ুনঃ