স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শামীম রেজার পিতা হাজি মোহাম্মদ শফি উদ্দিন বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……….রাজেউন)। শনিবার বিকেল ৩টার দিকে ঢাকায় নেয়ার পথে মানিকগঞ্জে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় নিজ গ্রাম দামুড়হুদার মজলিশপুরের কবরস্থানে নামাজের জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন হয়। হাজি মোহাম্মদ শফি উদ্দিন বিশ্বাস মজলিশপুর গ্রামের মৃত মহর আলী বিশ্বাসের ছেলে। তিনি আলমডাঙ্গার চিৎলা, গাংনী ও হারদীতে ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে চাকরি করেছেন।
পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত কারণে ফুসফুসে ইনফেকশনসহ বিভিন্ন রোগে ভুগছিলেন শফি উদ্দিন। অসুস্থ শরীরে রোজাও রেখেছেন। গত কয়েকদিন থেকে বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। শনিবার বিকেল ৩টার দিকে ঢাকায় নেয়ার পথে মানিকগঞ্জে মারা যান তিনি। ওই দিন রাতেই তার মরদেহ নেয়া হয় নিজ বাড়িতে। পরে রোববার সকালে গ্রামের কবরস্থানে নামাজের জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন হয়। তার জানাজায় অংশ নেন আশপাশের এলাকার হাজারও মানুষ। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোট ছেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক শামীম রেজাসহ পরিবারের সদস্যরা। এদিকে, সাংবাদিক শামীম রেজার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, কার্যনির্বাহী কমিটির সদস্য জহির রায়হান সোহাগসহ অন্যান্য সদস্যবৃন্দ।