চুয়াডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

গঠনতন্ত্র সংশোধনী বিষয়ক পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন মফিজুর রহমান জোয়ার্দ্দার। এরপর মহান মুক্তিযুদ্ধসহ সকল গণআন্দোলন ও জুলাই বিপ্লবে শহীদ এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সকল প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণে এক মিনিট নিরাবতা ও বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হুসাইন মালিক। সভায় গত সাধারণ সভার কার্যবিবরণী পেশ করেন ক্লাবের দপ্তর সম্পাদক আবুল হাসেম। সাধারণ সম্পাদক বিপুল আশরাফ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন এবং অর্থ সম্পাদক আতিয়ার রহমান আয়-ব্যায়ের হিসেব পেশ করেন। সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার আল আমিন, সাবেক সভাপতি আজাদ মালিতা, প্রেসক্লাবের সিনিয়র সদস্য শেখ সেলিম, এমএ মামুন, রিফাত রহমানসহ চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গঠনতন্ত্র সংশোধন ও সংযোজন, সদস্যদের সাংবাদিকতার মান বৃদ্ধিতে উচ্চতর প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক সিনিয়র সাংবাদিক নাজমুল হক স্বপনকে আহ্বায়ক করে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনী বিষয়ক পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সাংবাদিক শেখ সেলিম, এম এম আলাউদ্দীন, ফাইজার চোধুরী ও মেহেরাব্বিন সানভী। আহ্বায়ক কমিটি আগামী একমাসের মধ্যে একটি খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করে নির্বাহী কমিটির মাধ্যমে বিশেষ সাধারণসভায় উপস্থাপন করবে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More