পুনরায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার: আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বর্তমান মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গত শুক্রবার চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট নির্বাচনী গণসংযোগ করেন পুনরায় চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জিপু। মেয়র পদপ্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জিপুর পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ জুয়েলার্সে সমিতির সাধারণ সম্পাদক, এফবিসিসিআই-এর সহসভাপতি ও তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মতিয়ার রহমান মতি, মাফিজুর রহিমান মাফি, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমরান আহমেদ, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান শেখ, মামুন আহমেদ, রাজন, আফ্রিদি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা সবুজ, সানজিদ, রাজন-২ সহ আরও অনেকে। গণসংযোগকালীন সময়ে ব্যবসীয়দের নিকট চুয়াডাঙ্গা পৌরসভাকে একটু সুন্দর, সমৃদ্ধশালী ও আধুনিক পৌরসভার হিসেবে গড়ে তুলতে পুনরায় ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে ভোটে বিজয়ী করে জনগণের সেবা করার সুযোগ দান করার জন্য আহ্বান করেন এবং একই সাথে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা আমাদের বাকি অসম্পন্ন কাজগুলো সামনে সম্পাদন করতে পারবো। নিউ মার্কেট ব্যবসায়ীবৃন্দরাও বলেন এমন একজন সৎ, কর্মঠ ও জনগণের সুখ-দুঃখের সাথীকেই আবার তারা পৌর মেয়র হিসেবে দেখতে চায়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ