স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫নং ওয়ার্ডে ৫০ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ সেলিম, রতন, দুখু মিয়াসহ স্থানীয় এলাকাবাসী।
টোটন জোয়ার্দ্দার বলেন, যতোটা সম্ভব ঘরের মধ্যে থাকতে হবে, জনসমাগম পরিহার করতে হবে, ক্লাবে, বারে, রেস্তরাঁয় যাওয়া বন্ধ করতে হবে। করোনা ভাইরাস থেকে দূরে থাকতে সরকার যেসব পরামর্শ দিয়েছে সেগুলো মেনে চলতে হবে আমাদের।
পূর্ববর্তী পোস্ট
চৃয়াডাঙ্গার মুসলিমপাড়ায় তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ