গড়াইটুপি প্রতিনিধি: যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ চুয়াডাঙ্গা পরিবার কর্তৃক আয়োজিত অনলাইনে গানের প্রতিযোগিতামূলক রিয়েলেটি শো চুয়াডাঙ্গা’র গায়েন-সিজন-১ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ শেষে চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে ব্লাড ব্যাংক কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গার হিজলগাড়ি প্রেসক্লাবে চুয়াডাঙ্গার পরিবারের পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক এমএআর নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল। প্রধান অতিথির বক্তব্যে তিনি সামাজিক যোগাগযোগ মাধ্যমের সুফল ও কুফল নিয়ে বিস্তর আলোচনা করেন। সেই সাথে চুয়াডাঙ্গা পরিবারে উদ্যোগে ব্লাড ব্যাংক কার্যক্রম চালু করায় গ্রপের সকল পরিচালকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিজলগাড়ি বাজার কমিটির সাবেক সভাপতি মীর মফিজ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামীম হোসেন মিজি। এছাড়াও উপস্থিত ছিলেন, হিজলগাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা, মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শাহীন সরকার, চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক ম-লীর সদস্য সাংবাদিক আব্দুস সামাদ অপূর্ব, সাংবাদিক আনিস বিশ্বাস, জহিরুল ইসলাম জনি, আব্দুর রহমান, মাহফুজ আহম্মেদ, জাহিরুল ইসলাম। চুয়াডাঙ্গা’র গায়েন প্রতিযোগিতার বিজয়ী তিনজনের হাতে পুরস্কার তুলে দেয়ার পর কেক কেটে চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হয়। সেই সাথে হাসান জামিলকে আহবায়ক ও জহিরুল ইসলাম জনি এবং আব্দুর রহমানকে যুগ্মআহবায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা সাংবাদিক আরিফ হাসান।
পূর্ববর্তী পোস্ট
হারদী ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে আসাদুল বিশ্বাস
এছাড়া, আরও পড়ুনঃ