চুয়াডাঙ্গা নবীননগরের বীর মুক্তিযোদ্ধা এলাহী মণ্ডলের ইন্তেকাল
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন নবীননগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এলাহী মণ্ডল (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। গতকাল শনিবার দুপুর ১টার দিকে তিনি নিজবাড়িতে ইন্তেকাল করেন। গতকাল বিকেল ৫টার দিকে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইনচার্জ ইন্সপেক্টর শিকদার মতিয়ার রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, মুক্তিযোদ্ধা হাজি মজিবর রহমান, হাফিজ উদ্দিন বাবু, ফজলুর রহমান, গোলাম সারোয়ার বাবলু মাস্টার, জহুরুল ইসলাম, ওসমান গনি, গোলজার হোসেন মাস্টার, পেশকার সোবাহান, সিন্দুরিয়া ক্যাম্পের টুআইসি মেহেদি হাসান প্রমুখ।