স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বলদিয়া গ্রামের আজমুল আইনি ঝামেলা এড়াতে অবশেষে ৪ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকাকে বিয়ে করেছে বলে জোরগুঞ্জন উঠেছে। গর্ভে সন্তান থাকাবস্থায় বিয়ে করা কতোটা আইন সম্মত তা নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। তবে বিষয়টি নিয়ে গ্রামে বইছে আলোচনা সমালোচনার ঝড়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া বাইনেগাড়ি পাড়ার সালাম মালিতার ছেলে এক সন্তানের জনক আজমুল মালিথা ঘরে স্ত্রী রেখে পরকিয়া সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী স্বামী পরিত্যাক্তা জনৈক এক নারীর সাথে। বিয়ের প্রতিশ্রুতিতে প্রায়ই আজমুল তাদের বাড়িতে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করতেন তার সাথে। একপর্যায় ওই নারী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ের জন্য চাপ দিলে বেকে বসেন আজমুল। এ নিয়ে পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হলে বাঁচার রাস্তা খুঁজতে থাকেন আজমুল। অবশেষে আইনি জটিলতা থেকে নিজেকে বাঁচাতে গত মঙ্গলবার ৬০ হাজার টাকা দেনমহর বেধে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে বিয়ে করে। আজমুলের এ বিয়ে কতোটা আইন সম্মত তা নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। অনেকেই মন্তব্য করে বলেছেন, সময় বলে দেবে এটা বিয়ে না প্রতারণা। কারণ তার ঘরে স্ত্রী সন্তান রয়েছে। শুধুমাত্র আইনি জটিলতা থেকে বাঁচার জন্য আজমুল চালাকি করে এ পথ বেঁচে নিয়েছে।
পূর্ববর্তী পোস্ট
প্রশাসনের তৎপরতার মধ্যেই নানা ছুতোয় রাস্তায় বের হচ্ছেন মানুষ
এছাড়া, আরও পড়ুনঃ