স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রিার শফিকুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা, জেলা দলিল লেখক সমিতি ও নকল নবিশগণ বিদায়ী জেলা রেজিস্ট্রার এর হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর সাব রেজিস্ট্রার মো. গোলাম মোর্তজা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদায়ী জেলা রেজিস্ট্রিার শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন-আলমডাঙ্গা সাব রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন, দামুড়হুদা সাব রেজিস্ট্রার নফিয বিন যামান। এ সময় বিদায়ী জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলাম বলেন, এই ডিপার্টমেন্টকে আপনাদের ডিপার্টমেন্ট হিসেবে ধরে রাখতে হলে যার উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেক সাব-রেজিস্ট্রার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। একজন গ্রাহক যখন আপনার উপর তার কাগজপত্রগুলো দিয়ে আস্থা রাখছে, আপনি গ্রাহকের সে আস্থা সমুন্নত রাখতে আন্তরিকতার পরিচয় দিন। আপনারা গ্রাহকের কাগজপত্র গুলো দেখে আইনসম্মতভাবে যেটা সঠিক সেভাবে দলিল লিখবেন, এর বাইরে কিছু করবেন না। দলিল লেখকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা স্থানীয় লোক আর সাব রেজিস্ট্রাররা অন্য জেলা থেকে এখানে এসে কাজ করে। আপনাদের দলিল লেখা বা কোন কাজের মাধ্যমে যেন সাব রেজিস্ট্রাররা বিব্রত না হয়। সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। ভালোবাসার মাধ্যমেই সম্পর্ক তৈরি হয়। আপনারা পারস্পরিক ভালোবাসা ও কাজ দিয়ে চুয়াডাঙ্গা জেলার সকল রেজিস্ট্রি অফিসকে একটি পরিবেশ বান্ধব সুন্দর রেজিস্ট্রি অফিস হিসেবে গড়ে তুলবেন। বিদায়ী বক্তব্যে চাকরিকালে সার্বিক সহযোগিতার জন্য জেলার সকল সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখকদের ধন্যবাদ জানান বদলি হওয়া জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলাম। মজিবুল হক সোনার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন-জেলা ও সদর রেজিস্ট্রার-এর সকল সরকারি কর্মচারী বৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন-চুয়াডাঙ্গা জেলার সকল নকল নবিশগণ, চুয়াডাঙ্গা সদর-এর দলিল লেখকবৃন্দ।