স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা ও জেলা মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত পরশু শনিবার রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেখ মাসুদুর রহমান মাসুম চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার মৃত শেখ আক্তার সরদারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বাদ যোহর মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। মাসুমের মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ ও জেলা মৎস্য আড়ৎ মালিক সমিতির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুদের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। সূত্রে জানা গেছে, শেখ মাসুদুর রহমান মাসুম সম্প্রতি গুরত্বর অসুস্থ হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবন্নতি দেখা দিলে শনিবার রাজশাহী মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার রাত ১২টার দিকে মারা যান। রাতেই লাশ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন পরিবারের লোকজন। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়। এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও জেলা যুবলীগের অন্যতম নেতা মো. মাসুদুর রহমান মাসুমের অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের শোক প্রকাশ। এক যৌথ শোক বিবৃতিতে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দোহা মল্লিক হাসু মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপরদিকে, চুয়াডাঙ্গা মৎস্য আড়ৎ মালিক সমিতির পক্ষ থেকে শেখ মাসুদুর রহমান মাসুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।