স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নাম পরিবর্তন হয়ে চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন করা হয়েছে। খুলনা শ্রম দফতরের শ্রম বিভাগীয় রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন কর্তৃক সংশোধিত নামে গতকাল রোববার সকাল ১০টায় প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এম জেনারেল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচানা করেন সাধারণ সম্পাদক রিপন ম-ল। উপস্থিত ছিলেন যুগ্মসম্পাদক আলম হোসেন, সহসম্পাদক শহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির, কোষাধ্যক্ষ শাহাবুল ইসলাম, সহসভাপতি আবুল কালাম, কার্যকরি সদস্য ইমাবুল হক, হাসান বুড়ো, কালু মিয়া, আমিরুল ইসলাম ঠা-ু মিয়া প্রমুখ।
সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের আগামী দিনের পথ সুগম করার লক্ষে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে পূর্বের নামের বদলে সংগঠনের সংশোধিত নাম ব্যবহারের জন্য সকল সদস্যসহ সকলকে অনুরোধ জানানো হয়েছে।