স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা জজশিপের আইন কর্মকর্তা পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয়ের জন্য একসেট ডেস্কটপ কম্পিউটার প্রদান করা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার কম্পিউটারটি প্রদান করেন।
কম্পিউটার সেটটি গ্রহণ করেন জেলা জজশিপের সরকারি কৌশলী (জিপি) অ্যাড. আশরাফুল ইসলাম খোকন। এ সময় জজশিপের সহকারী সরকারি কৌশলী (এপিপি) অ্যাড. ইজাজুল ইসলাম ইজাজ উপস্থিত ছিলেন। এইচপি কম্পিউটার সেটের সাথে সিপিইউ, পাওয়ার পিসি, কিবোর্ড, স্পীকার, মাউস, ওয়েবক্যাম্প ও মাউস প্যাড প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা জেলা জজশিপের আইন কর্মকর্তা কার্যালয়ের সরকারি দাপ্তরিক কার্যক্রমে ব্যবহারের জন্য এ কম্পিউটার সেট প্রদান করা হয়েছে।
সরকারি কৌশলী (জিপি) অ্যাড. আশরাফুল ইসলাম খোকন জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার জেলার নদী, খাল, বিল ও সরকারি জমিজমা রক্ষণাবেক্ষণে আন্তরিকভাবে সার্বিক সহযোগিতা করছেন। দাপ্তরিক কাজে কম্পিউটার প্রদান করে কাজের গতি আরও বাড়বে বলে আমি মনে করি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ