চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তফশিল ঘোষণা

১৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ২৫ নভেম্বর ভোটগ্রহণ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের-২০২৪ তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক অ্যাড. মো. শাহ আলম নির্বাচনী তফশিল ঘোষণা করেন।
গতকাল বুধবার ঘোষিত তফশীল অনুযায়ী কার্যনির্বাহী পরিষদ কর্তৃক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড় ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ২০৮ জন। ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল করা যাবে এবং ১৪ নভেম্বর আপত্তির ওপর শুনানী অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৯ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে হবে। ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ২২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৫ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা উপ-পরিষদের দুজন সদস্য হলেন-অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ ও অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের একাধিক প্রার্থী ভোটারদের সাথে মতবিনিময় করছেন ও দোয়া প্রার্থনা করছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা পরিষদের প্রার্থী হিসেবে সভাপতি পদে অ্যাড. মহ: শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. তালিম হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদের মনোনীত সভাপতি প্রার্থী অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম এবং একই দলের সভাপতি পদে প্রার্থী অ্যাড. আব্দুল খালেক এবং অ্যাড. আহসান আলী সাধারণ সম্পাদক পদেপ্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী সাগর ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে পরিচালনা উপ-পরিষদের আহবায়ক অ্যাড. শাহ আলম বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ভোটারদের সার্বিক সহযোগিতা কমনা করছি। নির্বাচনে প্রার্থীরা আচরণ বিধি মেনে চলবে বলে আশা করি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More