স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার নিজস্ব জমিতে কেদারগঞ্জ বাজারে দুই কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক স্বাস্থ্যসম্মত মার্কেট নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বাজারে শ্রমিকরা মাপজোপ করে কাজ শুরু করেছে। মার্কেটটি নির্মাণ হলে ক্রেতারা ভালো পরিবেশে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন।
চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ বাজারে ১৯৯৩ সালে জমি ক্রয় করা হয় এবং ১৯৯৯-২০০০ অর্থবছরে স্থানীয় মানুষের সুবিধার্থে পৌরসভার উদ্যোগে কাঁচা-পাকা বাজার নির্মাণ করা হয়। সেই সময় থেকে মার্কেটটি স্থানীয় মানুষের কাছে নতুন বাজার হিসেবে পরিচিত হয়ে ওঠে। এই নতুন বাজারটি আরো আধুনিকায়ন করা হচ্ছে। ৫০ ফুট বাই ২০ ফুট দুটি শেড নির্মাণ করা হবে। রাস্তার জন্য ৫ ফুট জায়গা থাকবে। পাশে থাকবে ওয়াশরুম এবং মাকের্টে র্যাম্ম তৈরী করা হবে প্রতিবন্ধী ও অসুস্থ মানুষের জন্য। প্রাণিসম্পদ বিভাগ ডেইরি ডেভেলমেন্ট প্রজেক্টের আওতায় দুধ, ডিম ও মাংস বিক্রির জন্য মার্কেট নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। চুয়াডাঙ্গা পৌরসভা সার্বিকভাবে সহযোগিতা করছে। কেদারগঞ্জ বাজারে একটি পুরাতন শেড ভেঙে নতুন করে মাপজোপ করে মার্কেট নির্মাণ করা হচ্ছে।
গত বৃহস্পতিবার বিকেলে মার্কেট নির্মাণের জন্য লে-আউটের মাধ্যমে কাজের শুভ সূচনা করা হয়। এ সময় পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, উচ্চমান সহকারী মোয়াজ্জেম হোসেন, সার্ভেয়ার হাসেম আলী, কনজারভেটিম কর্মকর্তা জুবায়ের আহমেদ ও সাবেক কাউন্সিলর রমজান আলী চান্দু ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, প্রাণিসম্পদ ডেইরি ডেভেলমেন্ট প্রজেক্টের আওতায় এ অঞ্চলে পাঁচটি মার্কেট নির্মাণে ১০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছেন।
চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক বলেন, চুয়াডাঙ্গা পৌরসভা জমি দিয়ে সহযোগিতা করছে। মার্কেটটি নির্মাণ হলে এলাকাবাসী স্বাস্থ্যসম্মত মার্কেটে উন্নত পরিবেশে বাজার করতে পারবেন।