স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন হাওলাদার (২৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মৃত সুজন হাওলাদার সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার আলোকদিয়া গ্রামের দুংখরং হাওলাদারের ছেলে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চুয়াডাঙ্গা দপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ দৈনিক মাথাভাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের দপ্তরে সাব-স্টেশনের কাছ চলছে। দুপুরে কাজ করার সময় ইলেক্ট্রনিক শখে একজন আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পর তিনি মারা যান। উদ্ধারকারী হেলাল উদ্দিন দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, আইডিয়াল ইলেকট্রনিক ইন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে আমরা ৯ জন চুয়াডাঙ্গা ওজোপাডিকোর কাজ করছিলাম। সুজন একটি কক্ষে একায় কাজ করছিল। অসাবধানতায় সুজন হাওলাদারের পায়ে বিদ্যৎস্পৃষ্ট হলে চিৎকার করে উঠে। আমরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।