স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা একাডেমীর ২০০৪ সালের এসএসসি ব্যাচের দোয়া, ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর চুয়াডাঙ্গা শহরের হোটেল ভোজন বিলাসের চাইনিজ রেস্টুরেন্টের কক্ষে এ দোয়া, ইফতার মাহফিল ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা একাডেমী স্কুলের ২০০৪ সালের এসএসসি ব্যাচের ইমরান হুসাইন, তানিম হাসান তারেক, আব্দুল আলিম, সাব্বির আহমেদ চঞ্চল, জাবিদ, ইমন শেখ, ইকবাল মাহামুদ শান্ত, সাইফ জাহান, অপু বিশ্বাস, শরীফ জাহান, নাফিজ ইসলাম, নজরুল ডাবা, আক্তারুজ্জামান, মুক্ত প্রমুখ। ইফতারের আগে চুয়াডাঙ্গা একাডেমী স্কুলের ২০০৪ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের সরব উপস্থিতে এক মিলন উৎসবে পরিণত হয়। বন্ধুদের সাথে সাক্ষাতে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। আনন্দঘন পরিবেশের মধ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বেশি বেশি করার উদ্যোগনেন উপস্থিত বন্ধুরা। এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইসলাম রকিব, দৈনিক মাথাভাঙ্গার শিফট ইনচার্জ আলম আশরাফ ও সমীকরণের নিজস্ব প্রতিবেদক মেহরাব বিন সানভী।