।
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসার(রেলবাজার ফাযিল মাদরাসা) সাবেক অধ্যক্ষ মরহুম হাফেজ মাও.মো: বদিউল আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়াস্থ মরহুমের নিজ বাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টানটি পরিচালনা করেন মরহুমের জামাতা বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.নুর আলম সিদ্দিকী। মরহুমের দোয়া মাহফিলে শত শত মুসল্লীগন উপস্থিত হন। উল্লেখ্য
চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল, ঝিনাইদহ বাস স্ট্যান্ড পাড়া নিবাসী হাফেজ মাওলানা মো:বদিউল আলম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ৩ টার দিকে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !)
বুধবার রাত ১০ টার দিকে নামাজে জানাজা শেষে চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন জান্নাতুল বাকী কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়।
মরহুম হাফেজ বদিউল আলম চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসার প্রতিষ্টা কালীন সুপার,পরবতী আলিম মাদরাসার স্বীকৃতি পাওয়ার পর অধ্যক্ষ হিসেবে চাকুরী জীবনের শেষদিন পর্যন্ত দায়িক্ত পালন করেন। তিনি একই সাথে মাদারাসা সংলগ্ন ওয়াইসি জামে মসজিদেও দীর্ঘদিন যাবৎ ইমাম হিসেবে দায়িক্ত পালন করেন।
মরহুমের আত্নার শান্তি কামনা করে কার ছেলে আবু নোমান,আব্দুল বাতেন সকলের নিকট দোয়া চেয়েছেন।
দোয়া অনুষ্টানে শরীক হন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আলিয়া মাদরাসার বর্তমান অধ্যক্ষ আলহাজ্জ মীর মোহাম্মদ জান্নাত আলী,মাদরাসার শিক্ষক মাও.সিদ্দিকুর রহমান,ক্বারী এবাদত হোসেন দাড়িয়া,রকিবুল ইসলাম সহ মরহুমের নিকটজনরা।