স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২দিনব্যাপী মাটির ডাক্তার প্রশিক্ষণ ও পুষ্টিসংবেদনশীল কৃষির জন্য টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও মাটির ডাক্তার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার চুয়াডাঙ্গা কবরী রোডস্থ কার্যালয়ে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ড. মো. আব্দুল মাজেদ। তিনি মাটির গুরুত্ব, মাটির স্বাস্থ্য বিষয়ক, কেন মাটির ডাক্তার প্রয়োজন, কৃষির একাল ও সেকাল নিয়ে বিস্তারিত প্রাণবন্ত আলোচনা করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোহাম্মাদ আলী জিন্নাহ ও কৃষিবিদ মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও বাংলাদেশ) কৃষিবিদ সমীরণ কুমার সিংহ, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এছাড়া অনারী গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ঢাকা থেকে আগত প্রফেসর ড.পরিমল কান্তি বিশ্বাস, ন্যাশনাল কনসালটেন্ট, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও বাংলাদেশ)। প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জাতীয় মাটির ডাক্তার প্রশিক্ষক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও বাংলাদেশ), ড. হুমায়ুন কবির সিরাজী, মাটির ডাক্তার প্রশিক্ষক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও বাংলাদেশ)। ড. লুৎফর রহমান, মাটির ডাক্তার প্রশিক্ষক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, ড. শামীম আহমেদ, মাটির ডাক্তার প্রশিক্ষক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও বাংলাদেশ)।