স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষে রেডক্রিসেন্ট ভবনে ড্রপডাউন ব্যানার টাঙানো, জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং রেডক্রিসেন্ট ইউনিটে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান সঞ্চালনা করেন। সভায় কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এমএম শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম শফি, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর, বিলকিস জাহান ও ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ উপস্থিত ছিলেন।