স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগী ও স্বজনদের মাঝে মিনিস্টার মাইওয়ানের পক্ষ থেকে ইফতার বিতরণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবন আহমেদ শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার কামরুজ্জামান চাঁদের উপস্থিতিতে সদর হাসপাতাল চত্বরে ইফতার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
ওয়ার্ড কমিশনার কামরুজ্জামান চাঁদ বলেন, সদর হাসপাতালে অপেক্ষাকৃত গরিব মানুষ বেশি চিকিৎসা নিতে আসেন। অনেক সময় দেখা যায় বিকেলের দিকে সড়ক দুর্ঘটনায় আহত বা গুরুতর রোগী ভর্তি হয়। রোগীর সঙ্গে দুই তিনজন আসেন। তারা ইফতারের সময় ওষুধ কিনতে দৌঁড়াবে নাকি ইফতার কিনতে? দুস্থ রোগী, অসহায় অথবা যে কেউ আসুক, এখান থেকে তারা ফ্রি ইফতার পাবে। এদের কথা চিন্তা করেই মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের পক্ষ থেকে রমজান মাসজুড়ে এই কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার আব্দুল আজিজ জোয়ার্দ্দার, ফয়সাল বিশ্বাস অন্তর, রতন প্রমুখ।