স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের উদ্দ্যোগে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে গরিব ও দুঃখীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেল ৫টার সময় চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্বে কুতুবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল আলম, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রিনা পারভীন, সাংগঠনিক সম্পাদক মিলি আফরীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ এর সাধারণ সম্পাদক গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলিজা খাতুন ও জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি, সাংস্কৃতিক সম্পাদক শোভা খাতুনসহ শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগ, যুব মহিলা লীগ নেত্রীসহ স্থানীয় এলাকাবাসী। বিতরণকালে আফরোজা পারভীন বলেন বিত্তবান মানুষ শীতবস্ত্র ব্যবহার করে পরিত্রাণ পেলেও দরিদ্র লোকেরা শীতবস্ত্রের অভাবে সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে। হাড় কাঁপানো শীতে যে বিপুল জনগোষ্ঠী বর্ণনাতীত দুঃখ-কষ্টে-অনাহারে ও অর্ধাহারে দিন যাপন করছে, তাদের পাশে দাঁড়ানো ধর্মপ্রাণ মানুষের নৈতিক দায়িত্ব।