স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজের আয়োজনে মাসব্যাপী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগী ও স্বজনদের মাঝে ফ্রি ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়াও মাসব্যাপী দুস্থ, অসহায় ও পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। এর আগে গত মঙ্গলবার ২৮ মার্চ বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে জীবন আহমেদ শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোদন করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম (দোলন)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার কামরুজ্জামান চাঁদ। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার আব্দুল আজিজ জোয়ার্দ্দার, ফয়সাল বিশ্বাস অন্তর, রতন প্রমুখ।