স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি…..রাজেউন)। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মোহাম্মদ আলী সদর উপজেলার জাফরপুর গ্রামের মৃত এলাহী বক্স সরদারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গার্ড অব অনার শেষে তার দাফন সম্পন্ন হয়। মরহুম মোহাম্মদ আলীর রুহের মাগফেরাত কামনায় ও কুলখানির জন্য বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুল লতিফ বিশ্বাস, মুহা. শরিফুল ইসলাম, আজিম উদ্দিন, নাজমুল হুদা, আবু সাঈদ, হাবিবুর রহমান, স্বপন, জব্বার, ইয়াহিয়া, লতিফ, রফিকুল, ওবাইদুর, লিয়াকতসহ সংগঠনের সদস্যরা।