স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিভিন্নস্থানে জেলা ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে শহরে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে ১ হাজার ২শ’ টাকা এবং লকডাউন উপেক্ষা করে হোটেল খোলা রাখার অপরাধে চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন তৃপ্তি হোটেলের মালিককে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
এদিকে, গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে সদর উপজেলার কৃষ্ণপুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লকডাউন অমান্য করে দোকান খুলে রাখা, মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৩ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, গতকাল বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আমজাদ হোসেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল সড়কে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হওয়া, দোকানপাঠ খোলার অপরাধে ৩ জনকে ৯শ’ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, আরও পড়ুনঃ