স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের ১৭তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের খুলনা অঞ্চলের উপ কমিশনার (প্রশিক্ষণ) মনোয়ার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, কমিশনার এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিউল মওলা ও সম্পাদক তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, আলিয়া মাদরাসার সুপার মীর মো. জান্নাত আলী, কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাস হোসেন ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম, কোষাধ্যক্ষ মাখালডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবুত আলী, সহ-কমিশনার ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী ও পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, স্কাউট লিডার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল হক, কাব লিডার প্রধান শিক্ষক মাজিদুল হক জোয়ার্দ্দার, গ্রুপ সভাপতি সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মেদ সোহেল, প্রধান শিক্ষক শাহনাজ জেবিন, বড়শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, সহযোজিত সদস্য খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনায়েদ বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ খাতুন। কাউন্সিল সভায় সঞ্চালনা করেন সদ্য সাবেক কমিটির সহসভাপতি শাহ নওয়াজ ফারুক।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ