চুয়াডাঙ্গায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: দেশ কল্যাণ, দরিদ্র বিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মানস ও মনন সেøাগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২০ পালিত হয়। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রিসোর সভাকক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় কর্মরত এনজিও ফাউন্ডেশনের সহযোগী এনজিওসমূহ এ সভার আয়োজন করে। র্যাড’র নির্বাহী পরিচালক খন্দকার রবিউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, আলাপ’র নির্বাহী পরিচালক আশফাকুর রহমান। রিসোর সমন্বয়কারী দারুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন উষা’র নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান লিপু, ওয়ার্প’র নির্বাহী পরিচালক আবেদ উদ দৌলা, রিসোর প্রকল্প সমন্বয়কারী আদিল হোসেন, মৌচাকের সমন্বয়কারী বুলবুল ইসলাম প্রমুখ।