চুয়াডাঙ্গায় বন্ধুমহল ৮৯/৯১’র ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বন্ধুমহল ৮৯/৯১ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের একাডেমি মোড় সংলগ্ন সারা ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বন্ধু মহলের সভাপতি আসাদুল হক, সাধারণ সম্পাদক এজাজ হাসান, সদস্য রফিকুল ইসলাম লিটন, সাংবাদিক বিপুল আশরাফ, অ্যাড. মনিবুল হাসান পলাশ, হালিম বিশ্বাস, রফিক মল্লিক, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম, খোকন, মিজানুর রহমান, মিলন, শফিকুল, শামিম হোসেন, মিঠু, লিটন, পান্না, হাবিবুর রহমান হাবিবসহ অনেকে উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে সংগঠনকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গার স্টার ক্লাবের উদ্যোগে ইফতারি বিতরণ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার স্টার ক্লাবের উদ্যোগে ইফতারি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে এ ইফতারি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহব্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, রামিম হাসান সৈকত, স্টার ক্লাবের সভাপতি রিয়াজুদ্দিন আহমেদ জোয়ার্দ্দার মিন্টু, সাধারণ সম্পাদক নয়ন হোসেন প্রমুখ।