স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুরাইয়া মমতাজসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় ‘ক’ গ্রুপে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন আলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শাহানাজ পারভীন, দ্বিতীয় হয়েছেন একই বিদ্যালয়ের নাজমুন নাহান এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আলমডাঙ্গা একাডেমির ছাত্রী রাইসা রায়হানা। ‘খ’ গ্রুপে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র আলিফ হাসান, দ্বিতীয় হয়েছেন আদর্শ সরকারি মহিলা কলেজের ছাত্রী সায়মা ফেরদৌস সিনথিয়া এবং তৃতীয় হয়েছেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের ছাত্র তাসনিম নাঈম।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ