গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার তিতুদহ তেঘরী গ্রামের সাইফুল ও জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রেমিক-প্রেমিকাকে আটকে রেখে পুলিশের নাম ভাঙিয়ে ১৩ হাজার টাকা ও একটি সোনার চেন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিনগত রাতে।
গ্রাম ও পারিবারিকসূত্রে জানা গেছে, সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তেঘরী গ্রামের মাদরাসাপাড়ার ইসলাম হোসেন ও তার ছেলেসহ পরিবার ঢাকায় থাকেন। গত সোমবার তার ছেলে বিপ্লব হোসেন একটি মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি তেঘরী বেড়াতে আসেন। রাত আনুমানিক ১০টার দিকে তারা গ্রামে পৌঁছুলে তেঘরী গ্রামের হাশেম আলির ছেলে জাহাঙ্গীর হোসেন এবং আমছার হোসেনের ছেলে সাইফুল ইসলাম তাদের পিছু নেয়। এর ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে গ্রামের কিছু যুবককে ডেকে নিয়ে তারা বিপ্লবকে নিজ বাড়িতে আটক করে। পরে তারা স্থানীয় তিতুদহ ক্যাম্পে জানায়। এদিকে পুলিশ আসার পূর্বে জাহাঙ্গীর ও সাইফুল তাদের ছেড়ে দিতে বিপ্লবের কাছে ২০ হাজার টাকা দাবি করে। পরে তাদের কাছ থেকে পুলিশকে দেয়ার নামে ১৩ হাজার টাকা ও মেয়ের ভ্যানিটি ব্যাগ থেকে একটি সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এলে তারা কৌশলে ছেলে-মেয়ে পালিয়ে যাওয়ার কথা বলে। এদিকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ছেলে-মেয়ের বিয়ে ঠিক করা হয়েছে। এ জন্য তারা গ্রামের বাড়িতে আসে। এদিকে এ ঘটনা জানাজানি হলে গ্রামে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। গ্রামের অনেকেই অভিযোগ করে বলেন, এরা দুজন এলাকায় নানা অপকর্ম করে তার দ্বায়ভার নিরীহ ব্যক্তিদের উপর চাপিয়ে থাকে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ