স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রায় দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন। এ সময় আরও জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর শনিবার ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। ক্যাম্পেইনে জেলার ৪ উপজেলার ১ লাখ ৩৭ হাজার ২৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ১৬ হাজার ৫৪জন ৬-১১ মাস বয়সের শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১ লাখ ২০ হাজার ৯৭১ জন ১-৫ বছর বয়সের শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ৯০০টি কেন্দ্রে এ কাজে ১ হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক ও ১১৮ জন প্রথম সারীর তত্ত্বাবধায়ক নিয়োজিত থাকবেন। মতবিনিময়সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আকতার হোসেনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
জীবননগরে জাল টাকাসহ দুই কিশোর গ্রেফতার, মূল হোতাকে খুজছে পুলিশ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ