স্টাফ রিপোর্টার: বিশ্ব জগত সংসারের কল্যাণার্থে ও সকল রকম সাম্প্রদায়িকতার ঊর্দ্ধে অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন। গত রোববার বিকেল পাঁচটা থেকে শ্যামবাবার কীর্তন দিয়ে এবারের কার্যক্রম শুরু হয়েছে। পরে রাত ১০টায় শহরের পান্না সিনেমা হলের সবুজ প্রাঙ্গনে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে এ নামযজ্ঞের আনুষ্ঠানিক সূচনা শুরু হয়। স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা, স্বর্গীয় পান্না দেবী ও স্বর্গীয় তারা দেবীর স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় শুরু হওয়া এই মহানামযজ্ঞ চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। এবারের নামযজ্ঞে মহানাম সুধা পরিবেশন করছেন নরসিংদির শ্রী পার্থ সারথী সেবা সংঘ, গোপালগঞ্জের শ্রী গোকুল কৃষ্ণ সম্প্রদায়, বাগেরহাটের শ্রী আদিরাম কৃষ্ণ সম্প্রদায়, খুলনার শ্রী অদৈত সম্প্রদায়, নড়াইলের রাঁধা প্রিয় অষ্টসখি সম্প্রদায় মহিলা দল ও মাগুরার শ্রী রুপশ্রী সম্প্রদায়। এছাড়া এবারের নামযজ্ঞে অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন ভারতের ড. সুশীল রায়, সাতক্ষীরার বাসুরিয়া সম্প্রদায় ও যশোরের শ্রীমতি কৃষ্ণরানী পাল। ভোগ আরতি ও প্রসাদ বিতরণসহ অষ্টকালীন লীলা কীর্তনের মধ্যদিয়ে শেষ হবে এবারের নামযজ্ঞ। ইতিমধ্যে নামযজ্ঞকে ঘিরে গোটা এলাকা সাজানো হয়েছে মনোমুগ্ধকরভাবে। নানা রঙের আলোক সজ্জায় গোটা সিনেমা হল চত্বর হয়ে উঠেছে প্রাণবন্ত। আর যজ্ঞস্থল ঘিরে বিভিন্ন পণ্যের দোকানও বসতে শুরু করেছে। এছাড়া এই যজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভক্তনুরাগী আসতে শুরু করায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।