স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নারী উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা শহরের সাহেদ প্যালেসে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেয়া সকলেই অনলাইন শপের সাথে সম্পৃক্ত রয়েছেন। ঘরে বসেই তারা অনলাইনের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করেন। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের নানা সমস্যা ও তা সমাধানে করণীয় বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এসময় নারী উদ্যোক্তাদের উন্নয়নে নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেন নারী উদ্যোক্তা মাহমুদা আক্তার অনি, সিনথিয়া আফরিন, সাবরিনা মিম, জান্নাতুল ফেরদৌস সুমি, অনিয়া রহমান, সানজিদা স্নিদ্ধা ও রওনক আফরিন রুবি প্রমুখ।