স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকায় নাম ব্যঙ্গ করার প্রতিবাদে বন্ধুদের পিটুনিতে রিমন (২২) নামে এক যুবক জখম হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ (চাঁদমারি মাঠে) এ ঘটনা ঘটে। আহত রিমন পৌর এলাকার পলাশপাড়ার নষ্কারের ছেলে।
আহত রিমন বলেন, গতকাল বিকেলে চাঁদমারি মাঠে কয়েকজন বন্ধুদের নিয়ে গল্প করছিলাম। এ সময় তাদের মধ্যে থেকে সাকিব নামের এক বন্ধু আমার নাম ব্যঙ্গ করে বিদ্রুপ করতে থেকে। এ সময় আমি প্রতিবাদ করলে সাকিবের সাথে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে সাকিব আমাকে ইট ও বাঁশ দিয়ে পিটিয়ে জখম করে। এসময় সাকিবের সাথে আসিফ ও জুয়েল নামের দুই বন্ধুও যোগ দেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে খবর পেয়ে হাসপাতালে আসেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ। তিনি আহত রিমনের সার্বিক খোঁজখবর নেন। জানিফ বলেন, বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝির কারণে এঘটনা ঘটেছে। বিষয়টি উভয়ের উপস্থিতিতে মিমাংসা করা হবে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, বিকৃত নামে ডাকার প্রতিবাদ করায় এক যুবককে সামান্য মারধর করেছে তারই বন্ধুরা। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ