স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সহশিক্ষা কার্যক্রমের আওতায় তিন দিনব্যাপী রেডক্রস/ রেডক্রিসেন্টের সদস্যদের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় সরকারি আদর্শ মহিলা কলেজে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট এ প্রশিক্ষণের আয়োজন করে।
এ সময় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের যুব রেডক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. রবিউল ইসলাম, ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ, যুব প্রধান শাহিন হোসেন, উপ-যুব-প্রধান-১ আবু বক্কর, উপ-যুব-প্রধান-২ শরিফা সুহাসিনী এবং প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান শাবনুর খাতুন উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণ ১৯-২০ ও ২৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতীক, আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলন, যুব রেডক্রিসেন্টের উৎপত্তি এবং কার্যক্রম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।